নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবীয়রা। তাদের দলে ডাক পেয়েছ এক মুসলিম ক্রিকেটার। তিনি জ্যাসন মোহাম্মদ।

আগামী ২৯ ডিসেম্বর নেলসনে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ১ জানুয়ারি হবে দ্বিতীয়টি। আর ৩ জানুয়ারি মাউন্ড মঙ্গুনুইয়ে হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি।

১৪ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দল:

১. কার্লোস ব্রেথওয়েট (অধিনায়ক) ২. স্যামুয়েল বাদ্রি ৩. শেলডন কটরেল ৪. রায়াদ এমরিত ৫. আন্দ্রে ফ্লেচার ৬. ক্রিস গেইল ৭. শিমরন হেটমার ৮. সাই হোপ ৯. জ্যাসন মোহাম্মদ ১০. অ্যাশলে নার্স ১১. রভম্যান পাওয়েল ১২. জেরম টেইলর ১৩. চাদউইক ওয়ালটন ১৪. কেসরিক উইলিয়ামস।