
রেকর্ড গড়লেন জার্মানির কোচ জোয়াকিম লো। জার্মানির কোচ হয়ে সর্বোচ্চ ম্যাচের দায়িত্ব পালন করেন তিনি। ২০০৬ সাল থেকে জার্মান দলের কোচের দায়িত্ব পালন করছেন ৫৮ বছর বয়সী এই কোচ।
গতরাতে আমসটারডামের স্টেডিয়ামে হল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিলো জার্মানি। এই ম্যাচের মাধ্যমে সর্বমোট ১৬৮ ম্যাচে জার্মানির ডাগ আউটের দায়িত্ব পালন করে তিনি।
লো এর অধিনে২০১৪ এর বিশ্বকাপ, ২০১৭ এর কনফেডারেশন কাপের শিরোপা। ২০০৮ সালের ইউরো রানার্স আপ এবং ২০১০ সালের বিশ্বকাপে ৩য় স্থান অর্জন করে জার্মানি।
