
বিশ্ব ফুটবলের সেরা ফুটবলারের তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানটি দখল করবে রোনালদো ও মেসি কিংবা মেসি ও রোনালদোর। তা নিয়ে সম্ভবত কেউই অমত করবে না। অবশ্য তাদের মধ্যে কে প্রথম আর কে দ্বিতীয় তা নিয়ে সকল ভক্তদের বিতর্ক থাকতেই পারে। তবে তৃতীয় সেরা ফুটবালারের অবস্থানের দাবিদার আছেন বেশ কয়েকজন।
এই যেমন, ব্রাজিলীয়ান সুপার স্টার নেইমারকে বলা হয় মেসি-রোনালদোর পরেই বিশ্বের সেরা ফুটবলার। আবার এই জায়গাটি দাবি করতে পারেন লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ। বায়ার্নের লেওয়ানডস্কি, জুভেন্টাসের দিবালা কিংবা পিএসজির তরুণ তুর্কি এমবাপ্পেকেও কেউ কেউ তৃতীয় সেরা বলবেন। তবে এথলেটিকো মাদ্রিদের ফরাসি তারকা আন্তোনিও গ্রিজম্যান নিজেকে বিশ্বের সেরা তিন ফুটবলারের একজন বলে দাবি করছে। মার্সেইয়ের বিপক্ষে ইউরোপা লিগের ফাইনালে দুই গোল করে দলকে ৩-০ গোলের দারুণ এক জয় এনে দেওয়ার পরই এই মন্তব্য করেন গ্রিজম্যান।
তিনি বলেন, ‘এটা সত্যি আমি সিমিওনের অধীনে খেলে অনেক কিছু শিখেছি। তাকে ধন্যবাদ। সে আমাকে আগের চেয়ে অনেক ভালো খেলোয়াড় বানিয়েছে। আমি বর্তমান বিশ্বের সেরা তিনজন ফুটবলারের একজন। এটা তিনিই সম্ভব করেছেন।’
গ্রিজম্যান মৌসুম শেষে এথলেটিকো মাদ্রিদ ছাড়ছেন বলে গুঞ্জন চলছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমার ভবিষ্যৎ ক্লাব নিয়ে কথা বলার সময় না। আমি এখন একটি ট্রফি জিতেছি এবং ভক্তদের সঙ্গে এটা উপভোগ করতে চাই। আমার স্বপ্ন ছিল ক্লাবের হয়ে, কোচের জন্য এবং আমার সতীর্থদের জন্য এই শিরোপাটা জেতা। আমি এই ক্লাবে চার বছর পার করেছি। ভক্ত এবং ক্লাবের সঙ্গে আমি এই জয়ের আনন্দ ভাগাভাগি করতে চাই।’
