
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় ম্যাচে নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার ওপেনার ধানুস্কা গুনাথিলাকা। বন্ধুর ধর্ষণের ঘটনায় এই নিষেধাজ্ঞা। তবে বোর্ড থেকে বলা হয়েছে আচরণবিধি ভঙ্গ করার জন্য তাকে ছয় ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তাই আচরণবিধি ভঙ্গের জন্য তিন ম্যাচ নিষিদ্ধ করেছে বোর্ড। বাকি তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছে ২০১৭ সালের স্থগিত রাখা তিন ম্যাচের নিষেধাজ্ঞা থেকে। আর তাই আচরণবিধি ভঙ্গের করণ হিসেবে মোট ছয় ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এই ক্রিকেটার।
এর আগে বার্তা সংস্থা এএফপি বলছে, পুলিশের কাছে নরওয়ের এক নারীর অভিযোগের ভিত্তিতে গুনাথিলাকার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওই নারীর দাবি গুনাথিলাকার এক বন্ধু তার হোটেল কক্ষে তার সামনেই ধর্ষণ করেছে।
গুনাথিলাকার বন্ধুর নাম জানানো হয়নি। তবে তিনি ব্রিটিশ পাসপোর্টধারী শ্রীলঙ্কান বংশোদ্ভূত।
