নেইমারের রিপ্লেসমেন্ট হিসেবে দীর্ঘদিন  ধরেই কৌতিনহো এবং ডেমবেলের উপর নজর রাখছে বার্সালোনা ।  কৌতিনহোর বিষয়টা এখনো ঝুলে আছে ।

কারন বার্সা ১০০ মিলিয়ন অফার করলেও লিভারপুল তা নাকোচ করে দিয়েছে ।  অন্যদিকে কৌতিনহো আবার ট্রান্সফারের জন্য কাগজপত্র জমা দিয়েছে ।

তাই এটার শেষ দিকের নাটক এখনো বাকি । তবে আরেকটা নাটক এরই মধ্যে শুরু হয়ে গেছে ।  সেটা আবার দুই জায়ান্ট বার্সা রিয়ালের মধ্যে বার্সার টার্গেট ডেম্বেলেকে নিয়ে ।

রিয়াল মাদ্রিদের সাথে বুরুশিয়া ডর্টমুন্ডের একটা ভালো সম্পর্ক আছে ।  সেই সম্পর্ককে কাজে লাগিয়ে বার্সার চেয়ে বেশি দাম দিয়ে ডেম্বেলেকে রিয়াল মাদ্রিদ কিনতে পারে যদি এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদ কিনতে না পারে ।

সেক্ষেত্রে কৌতিনহোকে কিনতে না পারলে এবং রিয়াল মাদ্রিদ এমবাপ্পেকে কিনতে না পারলে কপাল পুড়বে বার্সার ।