রংপুরে হেলসের খেলার ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন দলটির প্রধান নির্বাহী  ইশতিয়াক সাদেক। হেলস এখন পর্যন্ত ৫৬ টি আন্তর্জাতিক টি২০ খেলেছেন। এক সেঞ্চুরি সহ ১৩২ স্ট্রাইকরেটে করেছেন ১৬০১ রান। অ্যালেক্স  হেলস গত আইপএলে সাকিব আল হাসানের দল সানরাইজার্সের হয়ে খেলেছেন ডেভিড ওয়ার্নারের রিপ্লেস হিসেবে। সানরাইজার্সের কোচ টম মুডি রংপুরের কোচ হিসেবে দায়িত্বে আছেন। মূলত তার মাধ্যমেই হেলস কে দলে ভেড়ানো হচ্ছে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর যে চারজন প্লেয়ারকে ধরে রেখেছে, তারা হলেন ক্যাপ্টেন মাশরাফি, উইকেট কিপার মোঃ মিথুন, ক্রিস গেইল ও স্পিনার নাজমুল ইসলাম অপু। ধরা হচ্ছে বিপিএলের ৬ষ্ঠ আসরে ক্রিস গেইলের সাথে ওপেন করবেন অ্যালেক্স হেলস।