
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে নিজের দ্বিতিয় ম্যাচে মাঠে নামে ভারত। এই ম্যাচে দলীয় ১৭.৫ ওভারের সময় মাঠে লুটিয়ে পড়ে পান্ডিয়া। তখন তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো। তখন মাঠে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছিলো। কিন্তু অবস্থার পরিবর্তন না হওয়ায় তাকে স্ট্রেচারের করে মাঠের বাহিরে নেওয়া হয়।

প্রথমে ধারণা করা হয়েছে আরব আমিরাতে প্রচন্ড গরবের কারণে খিচুনি সমস্যা হয়েছে। এর পর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
পান্ডিয়ার বর্তমান অবস্থার কথা জানিয়ে বিসিসিআই তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘হার্দিক পান্ডিয়া তার পেছনের অংশের আঘাত পড়েছেন। তবে এই মুহূর্তে তার দাঁড়াতে সমস্যা হচ্চ্যে এবং চিকিৎসক দল তার বর্তমান অবস্থা নিশ্চিত করেছে।’
তবে দ্বিতিয় রাউন্ডের ম্যাচে খেলতে পারবে কিনা সে বিষয়ে কিছু জানায় নি ভারত। তবে আজকের মধ্যই জানা যাবে।
