ম্যাচটি মাঠে গড়াতে এখনো প্রায় আড়াই মাসে মত বাকি। তবে এরই মধ্যে এ ম্যাচের টিকিট নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে প্যারিসে। ম্যাচের টিকিট পেতে প্যারিসের দর্শকদের মধ্যে পড়ে গেছে কাড়াকাড়ি।

তবে পিএসজি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিশ্চিত করেছে, পিএসজি-রিয়াল ম্যাচের কোনো টিকিট আর অবশিষ্ট নেই। তারপরও যারা টিকিট চান, তাদেরকে ক্লাবের পুন টিকিট বিক্রি পেজে ঢুকতে অনুরোধ করা হয়েছে
এখানেই ঘটেছে বিপত্তি।

পিএসজি-রিয়াল ম্যাচের দাম এক লাফে যেন আকাশে উঠেছে। ৩১৫ ইউরো মূল্যের টিকিট কিনা বিক্রি করা হচ্ছে ১৪ হাজার ৬৯৫ ইউরোতে। ১৪৬৯৫ ইউরো যা বাংলাদেশি টাকায় হয় প্রায় ১৪,৩৩৮২ টাকা।

এরপরও প্যারিসের দর্শকদেরা হুমড়ি খেয়ে পড়েছে টিকিটের জন্য। মূল্য যাই হোক, রিয়ালের বিপক্ষে ম্যাচটা পিএসজির দর্শকরা উপভোগ করতে চান মাঠে বসেই।

রিয়াল-পিএসজির শেষ ষোলোর প্রথম লেগ অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি রিয়ালের মাঠে। এই ম্যাচের সব টিকিটও এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। আর পিএসজির ঘরের মাঠের ফিরতি লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ মার্চ।