
পক্ষাঘাতগ্রস্ত মেয়েটির দুটি পা অচল। ১৮ বছর বয়সী তরুণী নুজিন মুস্তাফা। তার চলার সঙ্গী হুইল চেয়ার। সেই চেয়ারে করে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পাড়ি দিয়ে শরণার্থী হয়ে বর্তমানে জার্মানিতে আশ্রয় মিলেছে তার।
নুজিন মুস্তাফার স্বপ্ন ছিল ফিজিসিস্ট বা অ্যাস্ট্রোনট হওয়ার। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই তাকে শরণার্থী হিসেবে দেশ ছাড়তে হয়। তবে জার্মানিতে গিয়ে পূরণ হলো তার আরেক স্বপ্ন।
নুজিনের স্বপ্ন ছিল আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসিকে একবার সামনে থেকে দেখা। শুধু মেসি নন; নুজিন দেখা পেলেন মেসির সতীর্থ বার্সা তারকাদেরও।
নুজিনের সঙ্গে দেখা করেছেন স্বয়ং বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তামেউ। এছাড়া ইনিয়েস্তা, পিকেরা আসেন এই অসহায় মেয়েটির সঙ্গে দেখা করতে।
নুজিনের সঙ্গে দেখা করতে এসে তার নামাঙ্কিত জার্সি উপহার দিলেন বার্সা স্টার জেরার্ড পিকে।
