
বিপিএলের ১০ম ম্যাচে টসে জিতে সিলেট সিক্সর্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সাকিব আল হাসান।
প্রথমে ব্যাট করতে নেমে বড় কোন রান করতে পারেনি সিলেট সিক্সর্স।
সব কয়টি বল খেলে ৯ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে সিলেট সিক্সর্স।
১০২ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৮ উইকেটে সহজ জয় তুলেনেন সাকিব বাহীনি।
দেখেনিন ম্যাচের হাইলাইটস
