শ্রীলংকার কলম্বোতে নিদহাস ট্রফির ৩য় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ বনাম শ্রীলংকা । টসে জিতে প্রথমে ব্যাটিং করে শ্রীলংকা। সাগতিকরা সব কয়টি ওভার খেলে রানের পাহাড় টার্গেটে দেয়। জবাবে সফরকারীরা তিন বল ও পাঁচ উইকেট হাতে রেখে রেকর্ড জয় ছিনিয়ে নেয়।

দেখেনিন ম্যাচের হাইলাইটস

https://youtu.be/VTwda4w7Jnc