
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১৭। ৬ষ্ঠ ম্যাচে মুখমুখি হয় সিলেট বনাম রাজশাহী। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত রাজশাহী। তাদের আমন্ত্রণে ব্যাটিংয়ে নামে সিলেট।
তারা সব কয়টি ওভার খেলে একটি রানের পাহাড় ধার করায়। সেই পাহাড় ভাঙ্গতে নেমে ব্যার্থ হয় রাজশাহী।
সেই সাথে টানা জয় নিয়ে সকলে শীর্ষে সিলেট সিক্সর্স।
দেখেনিন ম্যাচের হাইলাইটস
