
শুভ জন্মদিন দ্যা গ্রেটেস্ট অফ অল টাইম কিং পেলে। আজ ফুটবল ইতিহাসের সবচেয়ে সৌভাগ্যবান ফুটবলার , ফুটবলের রাজা,ফুটবলের মহাসম্রাট,সর্বকালের সেরা ফুটবলার, ফুটবলের (কালো মানিক) খ্যাত, ব্রাজিল ফুটবল ও ফুটবলের জীবন্ত কিংবদন্তি কিং পেলের জন্মদিন।
১৯৪০ সালের আজকের মত একটি দিনে ব্রাজিলের মিনাস গ্যারিয়াস শহরে কোন এক ভাগ্যবান দম্পতীর ঘর আলোকিত পৃথিবীর মুখ দেখেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার ব্রাজিলের হয়ে ৩ টা বিশ্বকাপজয়ী পেলে।
পুরো নাম হল এডিনসন আরনাস্তো ডো নাসচিমেন্তো। যাকে ছোট বড় ফুটবল প্রেমী ও সব শ্রেণীর মানুষ পেলে নামেই চিনে। ক্লাব ও দেশের হয়ে করেন আনুমানিক ১৪০০ এর কাছাকাছি গোল।তাও হিসাব ছাড়া। যা কোন ফুটবলারের জন্য ব্যক্তিগতভাবে সর্বোচ্ছ।
ব্রাজিলের হয়ে জিতেন ৩ ফিফা বিশ্বকাপ।
১)- ১৯৫৮ ফিফা ওয়ার্ল্ড কাপ -সুইডেন।
২)- ১৯৬২ ফিফা ওয়ার্ল্ড কাপ-চিলি।
৩)- ১৯৭০ ফিফা ওয়ার্ল্ড কাপ-মেক্সিকো। পেলে হল একজন সত্যিকারের খাটি ফুটবলার। যার সাথে কারো তুলনা করা মানে,একটা বেশিই বাড়াবাড়ি করে ফেলা। দিয়েগো ম্যারাদোনাও একজন সত্যিকারের ফুটবল লিজেন্ড, কিন্তু সম্রাট পেলের মতনা।
রোনালদো লিমা,জিনেদিন জিদান, ডেভিড ব্যাকহাম,থিয়েরি অঁরি,রাউল গঞ্জালেস, গাব্রিয়েল বাতিস্তুতা। বর্তমান কিং ক্রিস্টিয়নো রোনালদো, লিওনেল মেসি,নেইমার জুনিয়র, সার্জিও রামোস সহ অগণিত নামিদামী,ফুটবলারের জন্ম হয়েছে পৃথিবীতে কিন্তু কেউ কিং পেলের ধারে কাছেও যেতে পারেনি।
আশা করি পারবেওনা। নিজের শৈল্পিক ফুটবল প্রদর্শিত করে তিনি আজ জাইগা করে নিয়েছেন শত কোটি ফুটবল প্রেমির মনে।
