
রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচেই চমক দেখিয়ে ছিলো আইসল্যান্ড । এদিন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আটকিয়ে দেয় প্রথম বারের মত বিশ্বকাপ খেলা দল আইসল্যান্ড। দুর্দান্ত খেলে প্রথম প্রসংসার সাগরে ভেসেছে তারা ।
এবার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে মাঠে নামছে আইসল্যান্ড। ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলবে তারা। আজ শনিবার সুইজারল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলবে আইসল্যান্ড দল।
যদিও এটি আন-অফিসিয়াল ওয়ানডে ম্যাচ হবে। তবে আইসল্যান্ডের জন্য এটাই প্রথম আন্তর্জাতিক ম্যাচ। প্রথমবারের মতো তারা বাইরের কোনো দেশের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলতে যাচ্ছে। তাদের কাছে এটা আন্তর্জাতিক ম্যাচই।

আইসল্যান্ডে ক্রিকেট খেলা শুরু হয় ১৯৯৯ সালে। বরফের দেশ আইসল্যান্ডে গুটি গুটি পায়ে এগিয়ে চলছে তাদের ক্রিকেট। এখন তারা ইউরোপিয়ান ক্রিকেট কাউন্সিলে যুক্ত হওয়ার চেষ্টা করছে। সুইজারল্যান্ডের বিপক্ষে খেলে তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য দেশ হওয়ার পথে পা বাড়াবে।
আইসল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ২০০৩ সালে বলেছিলেন আগামী ২০ বছরের মধ্যে তারা ক্রিকেট বিশ্বকাপও খেলবে। সেই হিসেবে ২০২৫ সালের মধ্যে তারা হয়তো ক্রিকেট বিশ্বকাপ খেলতে না পারলেও বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে পারে।
