জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চারটিতেই দুর্ধান্ত জয় পেয়েছে সফরকারী পাকিস্তান। সিরিজের চতুর্থ ওয়ানডেতে ইতিহাস গড়লেন পাকিস্তানের দুই ওপেনার ইমাম-উল-হক আর ফাখর জামান।

এর আগে ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের জুটির গড়ে ছিলো শ্রীলঙ্কার দুই ওপেনার উপুল থারাঙ্গা এবং সনাথ জয়সুরিয়া। ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৬ রানের এই জুটি গড়েছিলো তারা। এবার সেই রেকর্ড নিজের করে নেয় পাকিস্তানের এই দুই ওপেনার। তারা ৩০৪ রানের ওপেনিং জুটি গড়েন।

এই ম্যাচে ১২২ বলে ১১৩ রান সংগ্রহ করে আউট হয় ইমাম-উল-হক। তার ইনিংটি সাজান ৮টি চারের সাহায্যে। অপর দিকে ১৫৬ বল খেলে ২৪ টি চারে ও ৫টি ছয়ে সাহায্যে ২১০ রানের অপরাজিত ইনিংস খেলেন ফখর জামান।

এর আগে পাকিস্তানের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের জুটির ছিল আমির সোহেল ও ইনজামাম-উল-হকের দখলে। ১৯৯৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে শারজাহতে দ্বিতীয় উইকেটে ২৬৩ রানের জুটি গড়ে ছিলেন। এবার জিম্বাবুয়ে বিপক্ষে সেই রেকর্ডটি ভেঙে দিলেন ইনজামাম-উল-হকের ভাতিজা ইমাম-উল হক ও ফাখর জামান।