
পাকিস্তানি ব্যাটসম্যনরা দুর্ধান্ত সময় পার করছে। বিশেষ করে ওপেনিং ব্যাটসম্যানদের জন্য আলাদা একটি সময়। পাকিস্তানের ওপেনার ফখর জামান ও ইমাম উল হক একের পর এক রেকর্ড ভেঙ্গে করছে নতুন রেকর্ড।
প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হয়ে ওয়ানডেতে করেন ডাবল সেঞ্চুরির রেকর্ড। এবং সবথেকে কম ম্যাচ খেলে ১০০০ রানের মাইলফলক। অপর দিকে ইনজামাম-উল হকের ভাতিজা ইমাম-উল হক মাত্র ১০ ম্যাচ খেলে অন্যরকম এক রেকর্ড গড়েছেন।
গত বছর অক্টোবরে আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে নিজের জাত চিননা ইমাম উল হক। নির্বাচকদের আস্থার প্রতিদানটাও ভালোভাবেই দিলেন। সেই সাথে ক্রিকেট বিশ্বকে আভাস দিয়েছেন তিনি ভালো কিছু করার ক্ষমতা রাখেন। সে থেকেই ইমামের পথ চলা। আর তারপর টা যেন স্বপ্নের মতই চলছে।
তবে ইমাম উল হকের ঝুলিতে নেই ফিফটি, আছে শুধু শতক! অবাক হলেন? হওয়ারি কথা। ক্যারিয়ারের শুরুতেই করেছেন ৪টি সেঞ্চুরি, আলাদাভাবে কোনো ফিফটি নেই। আর তাতে ক্রিকেটের রেকর্ড বইয়ে নাম লেখান। ওয়ানডেতে প্রথম ব্যাটসম্যান হিসেবে নিজের প্রথম ১০ ম্যাচে ৪ সেঞ্চুরি তুলে নেওয়ার রেকর্ড এখন ইমামের।
উল্লেখ্য, রোববার (২২) জুলাই জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের দিন শেষ সেহ্চুরিটি করে এমন রেকর্ড গড়লেন ইমাম-উল হক
