
জাতীয়য় দলের ক্রিকেটার থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চলেছেন ইমরান খান। ইমরান খান হলেন ১৯৯২ সালের পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো অধিনায়। সেই সাথে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

গতকাল ২৫ তারিখ পাকিস্তানের জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ হয়। ভোটগ্রহণের ২১ ঘন্টা পার হলেও এখনও আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেনি পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি)। তবে প্রাথমিক ফলাফল অনুযায়ী এগিয়ে আছে পাকিস্তান দলের অধিনায়ক ইমরান খান।
সরাসরি নির্বাচন হওয়া ২৭২ আসনের মধ্যে সর্বশেষ প্রকাশিত ফলাফলে ইমরান খানের দল পিটিআই এগিয়ে আছে ১১৯টি আসনে।
এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (এন) ৬১টি আসনে এবং বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৪০টি আসনে এগিয়ে আছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।
