কি কারণে রিভিউ নিলেন না ইমরুল কায়েস? রিভিউ নিলে আউট হতনা ইমরুল। এই প্রশ্ন এখন সবার মনে। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মধ্যাহ্নবিরতির আগের বলে ইমরুলের প্যাডে বল আঘার হানার পরে সান্দাকানের জোড়ালো আবেদনে সাড়া দেন আম্পায়ার রড টাকার। এরপর মমিনুলের সাথে আলাপ করে রিভিউ না নিয়েই আউট মেনে নিয়ে ড্রেসিং রুমে ফিরে যান ৪০ রান করা ইমরুল কায়েস। কিন্তু পরে রিপ্লেতে দেখা যায় ইমরুলের আউট টি হয়নি। হকাই দেখাচ্ছিল যে বল স্টাম্প হিট করেনি। স্টাম্প মিস করে স্টাম্পের উপর দিয়ে বল চলে যায়।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাত ব্যাটসম্যান, এক পেসার ও তিন স্পিনার নিয়ে মাঠে নামা বাংলাদেশ।

আর এ ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হচ্ছে বাঁহাতি এই স্পিনার সানজামুলের। স্পিনে তার দুই সঙ্গী তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। আর দলে একমাত্র পেসার মোস্তাফিজুর রহমান।