
বিগত কয়েক বছরে ইমরুল কায়েসকে যেই কতটি ওয়ানডে ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে সেই ম্যাচ গুলোর রান দেখে আসি।
২০১৮ সালে আফগানিস্তানের বিপক্ষে প্রথম সুযোগ দেওয়া হল, তাও আবার ৬ নম্বরে। সুযোগ পেয়ে সমালোচকদের কঠিন জবাব। অপরাজিত ৭২ রান ৮৯ বল।
২০১৭ সালে মাত্র ৩ ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে।
৩ ম্যাচের রানঃ
- ৩১ রান ৪৩ বল
- ৬৮ রান ৭৭ বল
- ১ রান ৬ বল
২০১৬ সালে মাত্র ৭ ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে।
৭ ম্যাচের রানঃ
- ১৬ রান ২১ বল
- ৫৯ রান ৮৯ বল
- ৪৪ রান ৬২ বল
- ১১২ রান ১১৯ বল
- ১১ রান ১৮ বল
- ৪৬ রান ৫৮ বল
- ৩৭ রান ৫৩ বল।
এই ইমরুলকে দলে সুযোগ না দিয়ে। ওপেনিং এ আমরা তামিমের যোগ্য সঙ্গী খুজছি। নির্বাচক দের বার বার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, ইমরুল হতে পারেন তামিমের যোগ্য সঙ্গী।
