আজ সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে যখন একের পর এক উইকেট হারাছে বাংলাদেশ তখন মাঠে দাড়ান ইমরুল কায়েস। দলের হয়ে খেলেন ১৪৪ রানের ইনিংস।

তার ইনিংসে ছিলো ছয়টি ছয় ও তেরটি চারের সাহায্যে ১৪৪ রানের এই ইনিংস খেলেন। তার ইনিংসের উপর ভর করে ২৭১ রান করে বাংলাদেশ। জিম্বাবুয়েকে ২৭২ রানের টার্গেট দেয় বাংলাদেশ।

ইমরুল কায়েস ছিল ছাই ফেলতে ভাঙা কুলা! তামিমের ইন্জুরিতে যার কপাল খুলেছে। অবশ্য তাকে আচমকা দলে নেওয়া হয়েছিল অনেকটা বাধ্য হয়ে কারণ তামিমের জায়গায় যাদের নেওয়া হইছিল তারা নিয়মিত ব্যর্থ ছিল! আর আজ একশো পেরোতেই  বারোটা বাজতো ইমরুল টিকে না থাকলে। বিসিবির উচিত অভিজ্ঞ খেলোয়াড়দের প্রতি নজর দেওয়া