
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবাল। তবে দাপুটে এ ব্যাটসম্যানকে বাদ দিয়েই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। কেননা এশিয়া কাপে ইনজুরির কারনে বিশ্রামে আছেন এ তারকা।
তামিমের পরেই বাংলাদেশের সেরা ওপেনার ইমরুল কায়েস। হয়ত অবাক হচ্ছেন, তবে দেখেন নিন কিছু পরিসংখ্যান।
ইমরুল সর্বশেষ ১৮ ম্যাচে রান করেছেন যথাক্রমে: ৭৩, ৭৬, ৩৭, ১১২, ১১, ৪৬, ১৬, ৫৯, ৪৪, ১৯, ৬, ৩১, ৬৮, ১, ৭২, ৯, ২, ১৪৪।
সেখানে তার গড় ৪৯, স্ট্রাইক রেট ৮২, ৫ অর্ধশতক আর দুই শতকে করেছেন ৮২৫ রান।
এটা যদি ২০১৫ এর পর লাস্ট ২৫ ম্যাচে নিয়ে যায় তবে গড় দাঁড়ায় ৪২ যেখানে শুধু মাত্র তামিম ইকবাল ই আছেন তার উপরে (৬১)।
তবে কায়েস স্লো খেলে এটা অস্বীকার করা মত না। যেখানে টপ অর্ডার আগেই উড়ে যায়। ৩/৪ উইকেট পড়ার পরেই আমাদের আসল খেলা শুরু হয়, সেখানে ইমরুল কায়েস উইকেট বাঁচিয়ে খেলে গেলে কি খুব ক্ষতি হবে? আর স্ট্রাইকরেটও তো একেবারে খারাপ না।
আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০ বছর চলে গেলেও কিন্তু ইমরুল দলে নিয়মিত হতে পারেন নি। বার বার অবহেলিত হয়েছেন।
