জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই জয়লাভ করেছে বাংলাদেশ। আর এই সিরিজে দুর্ধান্ত খেলেছে ওপেনার ইমরুল কায়েস। আর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন ইমরুল কায়েস।

তিনি বলেন, ‘ভাই, আমাকে খেলতে দেন। আমি অত কিছু জানি না। এত বড় খেলোয়াড় হইনি এখনো। তিনটা ম্যাচ ভালো খেলেছি, চেষ্টা করব বাকি ম্যাচগুলো ভালো খেলার।’

এই সিরিজে ইমরুল ভেঙ্গেছে তামিম ইকবালের রেকর্ড। করেছে সিরিজের সর্বোচ্চ রান ৩৪৯। আর মাত্র ১১ রান করতে পারলে ভাঙ্গতে পারতেন বাবর আজমের রেকর্ড। তবে মজার ব্যাপার, সংবাদকর্মীদের এত সব সমীকরণ নিয়ে ইমরুলের কোনো মাথাব্যথাই নেই! তাঁর সরল স্বীকারোক্তি, ‘এটা (রেকর্ড) মাথায় ছিল না। জানতাম না। আসলে খেলার সময় কোনটা রেকর্ড হচ্ছে, কী হচ্ছে, এসব মাথায় থাকে না। জাস্ট ফোকাস করি বল টু বল।’

ইমরুল আরও জানালেন, সৌম্যর সঙ্গে ব্যাটিংটা তিনি বরাবরই উপভোগ করেন, ‘সৌম্যর সঙ্গে যখন ব্যাট করি, নিজের খুব ভালো লাগে। ওর সঙ্গে ব্যাট করলে চাপ জিনিসটা থাকে না। ও অনেক স্ট্রোক খেলে। আমি এক পাশ থেকে যদি রান নাও করতে পারি, ও আরেক পাশ থেকে পুষিয়ে দেয়।’