
ইংল্যান্ড সফরে গিয়ে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলেছে ভারত জাতীয় দল। এই ওয়ানডে ও টেস্ট সিরিজে ভরাডুবি ছিলো কোহলিরা। তার পর ও এই সফরে কোটি টাকা কামিয়েছে ভারতীয় ক্রিকেটাররা।
ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট থেকে এই তথ্য জানা যায়। চলতি বছরের ১৮ জুলাই থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সময়ের হিসেবে এই অর্থ দেয়া হয়েছে।
এই সফরে টেস্ট দলের প্রত্যেক খেলোয়ারকে দেওয়া হয়েছে অতিরিক্ত ২৯ লাখ ২৭ হাজার ৭০০ টাকা করে। ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি পেয়েছেন ১ কোটি ২৫ লাখ রুপি। তবে বেতন-ভাতায় দলের সকলকে ছাপিয়ে গেছেন ভুবনেশ্বর কুমার। তিনি পেয়েছে ৩ কোটি ৭৩ লাখ রুপি।
এছাড়া চেতেশ্বর পুজারা পেয়েছেন ১ কোটি ১ লাখ রুপি, হার্দিক পাণ্ডিয়া পেয়েছেন প্রায় ১ কোটি ১০ লাখ টাকা, জাসপ্রীত ভুমরাহ পেয়েছেন ১ কোটি ৭০ লাখ রুপি, ইশান্ত শর্মা পেয়েছেন ১ কোটি ৩ রুপি টাকা, দীনেশ কার্তিক পেয়েছেন ১ কোটি ১৩ লাখ রুপি, শিখর ধাওয়ান পেয়েছেন ১ কোটি ১২ লাখ রুপি এবং রবিচন্দ্রন অশ্বিন পেয়েছেন ১ কোটি ২৫ লাখ রুপি,।
দলের চরম ব্যর্থতার পর তীব্র রোষানলে পড়া কোচ রবি শাস্ত্রী বেতন বাবদ বিসিসিআইয়ের কাছ থেকে পেয়েছেন ২ কোটি ৫ লাখ রুপি।
