
প্রয় ১২ বছর পর ভারতের সাথে ওয়ানডে সিরিজ ড্র করার সুযোগ এসেছিল ওয়েস্ট-ইন্ডিজের কাছে৷ কিন্তু সে সুযোগ হাতছাড়া করলো তারা। পাঁচ সিরিজে এক জয় আর এক ড্র তে সিরিজ ড্রয়ের আশা নিয়ে আজ মাঠে নেমে মাত্র ১০৪ রানে অলআউট হয়ে যায়। এর পর ১৪.৫ ওভারেই হার মেনে ৩-১ ব্যাধানে সিরিজ হেরেছে উইন্ডিজরা।
সহজ লক্ষ নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুতেই শেখর ধাওয়ানকে হারায় ভারত। এরপর আর কোনো তাড়াহুড়ো করেনি স্বাগতিকরা। বিরাট কোহলি আর রোহিত শর্মা দ্বিতীয় উইকেটে ৯৯ রানের জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েই মাঠ ছেড়েছেন। মাত্র ১৪.৫ ওভারেই ম্যাচটি জিতে যায় ভারত। রোহিত ৬৩ আর কোহলি ৩৩ রানে অপরাজিত ছিলেন।
