
ভারত এবং বারমুডার মধ্যে ম্যাচ চলছে বিশ্বকাপেরগ্রুপ পর্বে খেলা ২০০৭ সালে । আগে ব্যাট করতে নামা ভারতের রানের গতি এমন ছিলো যে কোনভাবেই রানের গতি থামাতে পারছিলেন না বারমুডার বোলাররা।
হঠাৎ মালাচি জোন্সের করা বল রবিন উথাপ্পার ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে। স্লিপে থাকা ফিল্ডার ডোয়েইন লেভেরক মাটিতে ঝাঁপিয়ে পড়ে ধরে ফেলে বলটি।

সাথে সাথে মনে হল যেন ভূমিকম্প হয়েছে। আম্পায়ারও ভাবলেন মাটি কেঁপে উঠেছে। কিন্তু না! আসলে কিন্তু ভূমিকম্প হয়নি!
আসলে স্লিপের ক্যাচ ধরা লেভেরকের ওজন ছিলো মাত্র(!) ১৩৩ কেজি। ওই বিশাল বপু মাটিতে আছড়ে পড়ায় কেঁপে উঠেছিলো মাটি। তাই মনে হচ্ছিল যেন ভূমিকম্প হয়েছে!
