অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডেতে ভারতীয় দলের সঙ্গে খেলা হলনা বিধ্বংসী ওপেনার শিখর ধাওয়ানের। প্রথম তিন ওয়ানডেতে সুযোগ পেলেও স্ত্রীর অসুস্থতার জন্য খেলতে চাননি তিনি।

বিসিসিআইও তাকে ছাড়পত্র দিয়েছিল। তবে এবারের কারণ সম্পর্কে তেমন কিছু না জানা যায় নি। তবে ধারণা করা হচ্ছে উইনিং কম্বিনেশন ভাঙতে চাইছে না কোহলি।

গতকাল রবিবার সিরিজ নিশ্চিত করার পর শেষ ২ ম্যাচের দল ঘোষণা করে বিসিসিআই। প্রথম ম্যাচের আগে অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে গোড়ালিতে চোট পেয়ে দলের বহিরে ছিলেন অক্ষর পটেল। তার জায়গায় প্রথম তিন ম্যাচের জন্য জায়গা পেয়েছিলো রবীন্দ্র জাদেজা। সুস্থ হয়ে দলে ফিরেছেন অক্ষর। তাকে জায়গা করে দিতে বাদ পড়ে গেলেন জাদেজা। পরের ম্যাচ বেঙ্গালুরুতে ২৮ সেপ্টেম্বর।

ভারতীয় দল :

১) বিরাট কোহলি (অধিনায়ক),

২) রোহিত শর্মা,

৩) লোকেশ রাহুল,

৪) মনীশ পাণ্ডে,

৫) কেদার যাদব,

৬) আজিঙ্কা রাহানে,

৭) এম এস ধোনি (উইকেটকিপার),

৮) হার্দিক পাণ্ডিয়া,

৯) কুলদীপ যাদব,

১০) যুজবেন্দ্র চাহাল,

১১) যশপ্রীত বুমরাহ,

১২) ভুবনেশ্বর কুমার,

১৩) উমেশ যাদব,

১৪) মোহাম্মদ শামি,

১৫) অক্ষর পাটেল।