
ভারতে এর আগেও তিনবার ওয়ানডে বিশ্বকাপ আসর হয়েছে। ১৯৮৭, ১৯৯৬ ও ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ভারতে। প্রতিবারই অবশ্য সহ-আয়োজক ছিল ভারত। তবে এবারি প্রথমবারের মতো এককভাবে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী দেশ ভারত।
২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। এর আগে ২০২১ সালের চ্যাম্পিয়নস ট্রফিও আয়জক থাকবে দেশটি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) স্পেশাল জেনারেল মিটিংয়ে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ অনুঠিত হবে ইংল্যান্ডে। এরপর বিশ্বকাপের ২০২৩ সালে বিশ্বকাপের ১৩তম আসরটি এককভাবে আয়োজন করবে ভারত। চার বছর আগে, ২০১৩ সালেই ভারতের বিশ্বকাপ আয়োজনের বিষয়টি নিশ্চিত হয়। লন্ডনে আইসিসির বার্ষিক সভায় ক্রিকেট পরাশক্তি ভারতকে এই সুখবর দেওয়া হয়।
১৯৮৭ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করে ভারত-পাকিস্তান। এরপর ১৯৯৬ সালে ভারত ও পাকিস্তানের সঙ্গে সহ-আয়োজক হিসেবে বিশ্বকাপের আয়োজক দেশ হয় শ্রীলঙ্কাও। এরপর ২০১১ সালে এই তিন দেশের সঙ্গে বাংলাদেশও বিশ্বকাপ আয়োজনে শরিক হয়। তবে এবার এককভাবে বিশ্বকাপ আয়োজন করবে ভারত।
