
শীতের সময় মানুষ কিছু দিন গোসল না করেও থাকতে পারে। কিন্তু উপমহাদেশের মানুষ গুলো একটু সময় নিয়ে ইচ্ছেমত গোসল না করলে কি হয়? দক্ষিণ আফ্রিকায় এখন শীতকাল নয়; তারপরও গোসল করা নিয়ে ভোগান্তি পোহাচ্ছে সফরকারী ভারতীয় দলের ক্রিকেটাররা।
তাদেরকে গোসল করার জন্য নির্দিষ্ট সময় দিয়েছে। তাদের গোসল করার সময় ২ মিনিট বেঁধে দেওয়া হয়েছে!ঘটনা কী? দক্ষিন আফ্রিকার কেপটাউনে এবার খরা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। এবং দক্ষিণ আফ্রিকায় ভূগর্ভস্ত পানির স্তর অনেক নিচে নেমে গেছে। এজন্য নাগরিকদের ২ মিনিটের বেশি গোসল না করার জন্য অনুরোধ করেছে দেশটির সরকার।
এমনকী সফরকারী ভারতীয় দলের ওপরও এই নিয়ম প্রযোজ্য করা হয়েছে।আগামীকাল শুক্রবার নিউল্যান্ডসে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সিরিজ শুরুর আগে কোহলি ব্রিগেড নেটে নিয়মিত ঘাম ঝরাচ্ছে।প্রচণ্ড রোদের মধ্যে কয়েক ঘন্টা অনুশীলনের পর কেপটাউনের কলিনন হোটেলে ফিরে গোসল সংক্রান্ত ওই নিয়মের কথা মাথায় রাখতে হচ্ছে তাদের।
পুরো শহর জুড়ে পানির জন্য হাহাকার চলছে। পানির গাড়ির সামনে লম্বা লাইন। এ অবস্থায় কীভাবেই বা গোসলে বেশি পানি খরচ করবেন কোহলিরা?
