
ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলেবে ভারত। তাই আসন্ন সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ভারত ক্রিকেট বোর্ড। ৪ অক্টোবর রাজকোটে সফরকারী ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে স্বাগতিক ভারত। সিরিজের দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ১২ই অক্টোবর হায়দ্রাবাদে।
ভারতীয় দল:
- ভিরাট কোহলি (অধিনায়ক),
- আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক),
- লোকেশ রাহুল,
- পৃথ্বী শ্ব,
- হানুমা বিহারি,
- মায়াঙ্ক আগারওয়াল,
- চেতেশ্বর পূজারা,
- রিশভ পান্ত (উইকেটরক্ষক),
- রবিচন্দন অশ্বিন,
- রবীন্দ্র জাদেজা,
- কুলদিপ যাদব,
- মোহাম্মদ শামি,
- উমেশ যাদব,
- মোহাম্মদ সিরাজ,
- শারদুল ঠাকুর।
