
ভারতের বিপক্ষে টেস্ট খেলতে মাঠে নামছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলবে দুই দল। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় আজ বিকাল ৪টায়। আর এটি ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট ইতিহাসের ১০০০তম টেস্ট ম্যাচ।
ইংল্যান্ড প্রথম টেস্ট খেলেছে ১৮৭৭ সালে৷ ২০১৮ সালে এসে তারা খেলবে ১০০০তম টেস্ট। এর আগের ৯৯৯ টেস্টের মধ্যে ইংল্যান্ড জয়য়ের দেখা পেয়েছে ৩৫৭টিতে, ড্র ৩৪৫টিতে আর পরাজয় ২৯৭টিতে।
ইংলেন্ড ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলে ১৯৩২ সালে। প্রথম থেকেই ভারতের বিপক্ষে দুর্ধান্ত খেলছে ইংল্যান্ড। এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ১১৭ টেস্ট খেলেছে ইংল্যান্ড। তার ভিতর ৪২ টি ম্যাচে জয়ের দেখা পেয়েছে ইংল্যান্ড। পরাজিত হয়েছে ২৫টিতে। ঘরের মাঠে ৩০টি টেস্টে জয়ের দেখা পেয়েছে ইংল্যান্ড। সেখানে ভারত জিতেছে মাত্র ৬টি। ২১টি টেস্টে করতে পেরেছে ড্র।
