বেশ কিছু দায়িত্ব থেকে সরে দাড়িয়েছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইনজামাম-উল-হক। তিনি পাকিস্তান সুপার লীগে (পিএসএল) খেলোয়াড় বাছাই কমিটির দায়িত্বে ছিলেন। এখন সেই দায়িত্ব থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলো পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। এটি ছাড়াও পিএসএলের দল লাহোর কালান্দার্সের দায়িত্বেও ছিলেন তিনি। এখন এই দায়িত্ব থেকেও সরে দাড়ালেন সাবেক এই ক্রিকেটার।

সেই সাথে পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্বেও আছেন তিনি। এক সাথে এত গুলো দায়িত্বে থাকার নিয়ম নেই। তাই তাকে সরে যেতে হল।

যদিও পাকিস্তানে এই নিয়মের বরখেলাপ প্রায়ই দেখা যায়। পাকিস্তান দলের প্রধান কোচ মিকি আর্থারও যুক্ত আছেন করাচি দলের সঙ্গে। একই দলের সঙ্গে যুক্ত আছেন পাকিস্তানের বোলিং কোচ আজহার মাহমুদও।

ধারণা করা যাচ্ছে, খুব দ্রুতই করাচির সঙ্গে সম্পর্কের ইতি টানবেন মিকি আর্থার ও আজহার মাহমুদ।