আইপিএল খেলা চলাকালিন সময় দর্শকে ঠাসা গ্যালারি। তিল ধারণের স্থান নেই। এর মাঝেই হঠাৎ করে দেখা গেল এক ভিন্ন দৃশ্য। গ্যালারিতে থাকা অসংখ্য দর্শক বসার চেয়ারটি মাথার ওপর ধরে রেখেছেন। ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালরা দৌঁড়ে যাচ্ছেন মাঠের বাইরে। কারণ তেমন কিছু নয়, আইপিএলের পঞ্চম দিনে হানা দিয়েছিলো বৃষ্টি।

তাতেই মাথা বাঁচাতে চেয়ার তুলে মাথার ওপর নিয়েছেন দর্শকরের। এএফপির রসিক ফটোগ্রাফার এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করতে ভুল করেননি।

জয়পুরে কাল বুধবার দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয়েছে আজিঙ্কা রাহানের রাজস্থান রয়্যালস এবং গৌতম গম্ভীরের দিল্লি ডেয়ারডেভিলস। টসে জিতে রাজস্থানকে ব্যাটিয়ে আমন্ত্রণ জানায় দিল্লি। ইনিংস যখন ১৭.৫ ওভারে গড়িয়েছে, ঠিক তখনই আকাশ ভেঙে নেমে এল বৃষ্টি।

মুহূর্তেই মাঠের অবস্থা এমন হয়ে গেল যে খেলা বন্ধ করতে বাধ্য হলেন আম্পায়ারেরা। রাজস্থানের সংগ্রহ তখন ৫ উইকেটে ১৫৩ রান।