ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের দুই দিনব্যাপী নিলাম শেষ হয়েছে আজ। গতকাল থেকে শুরু হওয়া এ নিলাম শেষ হয়েছে আজ। আটটি ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দের খেলোয়াড়দের কিনে দল সাজিয়েছে। আর এই নিলামে অনেক বড় চমক ঘটেছে। নাম না জানা অনেক ক্রিকেটারকেই বেশী দামে কিনেছে দলগুলো।

অন্যদিকে তারকা ত্রিকেটার অথচ দল পায়নি তারা। তাদের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার হাশিম আমলা, নিউজিল্যান্ডের ড্যাশিং ওপেনার মার্টিন গাপটিল, টেস্টে ইংল্যান্ড দলের অধিনায়ক জো রুট, শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা, ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান।

এছাড়াও এ তালিকায় রয়েছেন-

১. কাইল অ্যাবট

২. অমিত মিশ্র

৩. মর্নে মর্কেল

৪. ম্যাট হ্যানরী

৫. মার্চেন্ট ডি ল্যাঙ্গে

৬. থিসারা পেরেরা

৭. জেশন হোল্ডার

৮. আন্দ্রে ফ্লেচার

৯. এডাম মিলনে

১০. টাইমাল মিলস

১১. লুক রঞ্চি

১২. কুশাল পেরেরা

১৩. টম লাথাম

১৪. ডেভিড উইলি

১৫. অ্যাস্টন অ্যাগার

১৬. নিরোশান ডিকওয়েলা

১৭. জনশন চার্লস

১৮. ডেল স্টেইন

১৯. মসেস হেনরিকস

২০. কোরে এন্ডারশন

২১. কলিন ইনগ্রাম

২২. ট্রেভিস হেড

২৪. লেন্ডেল সিমন্স

২৫. শন মার্শ

২৬. আলেক্স হেলস

২৭. জেমস ফকনার

২৮. হ্যাজলউড

২৯.  বেয়ারস্টো

৩০. ইশান্ত শর্মা

৩১. ইস শোধি