শুরু হওয়ার আগেই বন্ধ হতে যাচ্ছে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল!কারণ আইপিএলের পিচ প্রস্তুত করতে লক্ষাধিক লিটার জল নষ্ট হয়, এই অভিযোগে পরিবেশ আদালতের দ্বারস্থ হয়েছেন আলওয়ারের বাসিন্দা হায়দর আলি। তাঁর আবেদন, সংশ্লিষ্ট সব পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।আইপিএল বন্ধ করে দেওয়ার দাবিও করেছেন তিনি।

আইনজীবী ব্রহাম সিং ও রোহিত বিদূহির মাধ্যমে পরিবেশ আদালতে হায়দর আলি বলেন, দেশের অধিকাংশ এলাকা জলসংকটে ভুগছে। অথচ আইপিএলের জন্য নষ্ট হচ্ছে প্রচুর জল।

এই আবেদনের শুনানিতেই জলসম্পদ মন্ত্রক ও বিসিসিআই-কে নোটিস পাঠিয়েছেন জাতীয় পরিবেশ আদালতের বিচারক জাভেদ রহিম। দু’সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে সংশ্লিষ্ট পক্ষকে। ২৮ এপ্রিল মামলার পরবর্তী শুনানি।