আজ ২৩ মার্চ চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ দিয়ে পর্দা উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের। আর এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৭০ রানেই অলআউট হয়ে যায় ব্যাঙ্গালুরু। দলের হয়ে পার্থিব প্যাটেল ২৯ রান করেন।

বাকি কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। চেন্নাইয়ের হয়ে হরভজন ও তাহির ৩টি করে, জাদেজা ২টি ও ব্রাভো ১টি উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় চেন্নাই। ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে চেন্নাই।

চেন্নাইয়ের হয়ে যাদব ১৩ রানে ও জাদেজা ৬ রানে অপরাজিত ছিলেন। এছাড়া রায়ডু ২৮, রায়না ১৯, ওয়াটসন ০ রানে আউট হন। ব্যাঙ্গালুরুর হয়ে চাহাল, সিরাজ ও মঈন আলী ১টি করে উইকেট শিকার করেন।

চেন্নাই সুপার কিংস একাদশঃ শেন ওয়াটসন, সুরেশ রায়না, আম্বতি রায়ডু, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), কেদার যাদব, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, শারদুল ঠাকুর, হরভজন সিং, ইমরান তাহির।

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একাদশঃ পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), মঈন আলী, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, শিমরন হেটমায়ার, শিভাম ডুব, কলিন ডি গ্র্যান্ডহোম, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, নবদীপ সেনি, যুজবেন্দ্র চাহাল।

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর অ্যাপস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন