
আইপিএলে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স। মঙ্গলবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
কোনো দলেরই সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না। টুর্নামেন্টে নিজেদের প্রথম তিন ম্যাচে জিতলেও পরের দুই ম্যাচে হেরেছে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ। পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে সানরাইজার্স রয়েছে পয়েন্ট টেবিলের চার নম্বরে।
অন্যদিকে মুস্তাফিজুরের মুম্বাই ইন্ডিয়ান্সের দশা আরো করুণ। পাঁচ ম্যাচে মাত্র এক জয় নিয়ে সাত নম্বরে আছে তারা। দুই দলই তাই জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামবে।
