
ইন্ডিয়ান ঘরোয়া ক্রিকেট জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্বে বাঘা বাঘা সব তারকা ক্রিকেটার খেলে এই লিগে। অপরদিকে পাকিস্তানি ক্রিকেটারেরা পৃথিবীর যেকোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেললেও আইপিএলে খেলতে না পারার আফসোস তাদের থেকেই যাবে। তবে একবার তারা সুযোগ পেয়েছিলো আইপিএলে খেলার।
তবে আইপিএলের প্রথম আসরে ১১ জন পাকিস্তানী ক্রিকেটার এই লীগ খেলার সুযোগ পেয়েছিলো। কিন্তু এরপর থেকে দুই দেশের রাজনৈতিক বৈরীতার কারনে আর আইপিএলে খেলা হয়নি তাদের।
আর আইপিএলে খেলা এই ১১জন পাকিস্তানি ক্রিকেটার হলেন-
১। শহীদ আফ্রিদি (ডেকান চার্জার্স)।
২। সোহেল তানভির (রাজস্থান রয়্যালস)।
৩। শোয়েব মালিক (দিল্লি ডেয়ার ডেভিলস)।
৪। শোয়েব আখতার (কলকাতা নাইট রাইডার্স)।
৫। মোহাম্মদ হাফিজ (কলকাতা নাইট রাইডার্স)।
৬। সালমান বাট ( কলকাতা নাইট রাইডার্স)।
৭। মোহাম্মদ আসিফ (দিল্লি ডেয়ারডেভিলস)।
৮। মিসবাহ-উল-হক (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)।
৯। কামরান আকমল (রাজস্থান রয়্যালস)।
১০। ইউনিস খান (রাজস্থান রয়্যালস)।
১১। উমর গুল (কলকাতা নাইট রাইডার্স)।
