
২০১৯ সালে অনুষ্ঠিত হবে আইপিএলের ১২ তম আসর। কিন্তু এই আসরটি ভারতে নাও হতে পারে। করণ ২০১৯ সালের মে মাসে ভারতের নির্বাচন হওয়ার কথা। আর নির্বাচনের সময়ে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল। তাই আইপিএলের ১২ তম আসর দেশের বাহিরে আয়জন করতে চাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড।
২০১৯ সালে ২৯ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত আইপিএলের ১২ তম আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সময়ে ভারতের লোকসভার নির্বাচন হচ্ছে বলেই নিরাপত্তাজনিত কারণে দেশের বাইরে এই আয়োজনের পরিকল্পনা নিচ্ছে।
এর আগে ২০০৯ সালে আইপিএল আয়োজন হয়েছিল দেশের বাইরে। সেবার দক্ষিণ আফ্রিকায় আয়োজনটা বেশ সফলই হয়েছিল।
ভারতে যদি এই আসর না হয় তাহলে কোথায় হবে এই আসর? এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড এই আসর আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছে। সিএসএর চিফ এক্সিকিউটিভ থাবাং মোরো এ ব্যাপারে বলেন, ‘আবার আইপিএল আয়োজন করার সুযোগ পেলে আমরা আয়জন করব। যদিও এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো প্রস্তাব পাইনি। যদি প্রস্তাব পাই অবশ্যই আমরা এই টুর্মামেন্ট আয়োজন করব।’
