অ্যান্ড্রু বালবির্নি নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড।

আয়ারল্যান্ড ‘এ’ দল :

১) অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক),

২) কেভিন ও’ব্রায়েন,

৩) উইলিয়াম পোর্টারফিল্ড,

৪) পিটার চেজ,

৫) ব্যারি ম্যাককার্থি,

৬) ডেভিড ডেলানি,

৭) জর্জ ডকরেল,

৮) টাইরন কেন,

৯) অ্যান্ড্রু ম্যাকব্রাইন,

১০) জেমস শ্যানন,

১১) স্টুয়ার্ট থম্পসন,

১২) সিমি সিং,

১৩) লরকান টাকার।