
আয়ারল্যান্ডের ডাবলিনে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত ৯টায় মাঠে নামছে আয়ারল্যান্ড৷
সিরজের প্রথম ম্যাচে ৬ উইকেটে পরাজিত হয় আয়ারল্যান্ড। অপদিকে ওয়ানডে সিরিজেও প্রথম ম্যাচ হেরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল আইরিশরা। তাই তাদের লক্ষ্য থাকবে সেই আত্ববিশ্বাস কাজে লাগিয়ে সিরিজে সমতায় ফেরা।
আয়ারল্যান্ড এ একাদশ(সম্ভাব্য) :
১) অ্যান্ড্রু বালবিরনি (সি),
২) উইলিয়াম পোর্টারফিল্ড,
৩) অ্যান্ডি ম্যাকব্রাইন,
৪) সিমি সিং,
৫) লোরাকান টাকার (উইকেটরক্ষক),
৬) টায়রন কেন,
৭) স্টুয়ার্ট থম্পসন,
৮) কেভিন ও ব্রায়ান,
৯) জর্জ ডকরেল,
১০) ব্যারি ম্যাকার্থি,
১১)পিটার চেজ।
