প্রতিটি খেলোয়ারি চাই বিশ্বকাপ খেলে বিদায় নিতে। তেমনি তারাও চেয়া ছিলো রাশিয়া বিশ্বকাপে খেলেই অবসর নেবেন। তবে সুইডেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ইতালির। সেই সঙ্গে বিদায় নিয়েছে বুফনের। ফলে বিশ্বকাপ না খেলেই চোখের জলে অবসরের ঘোষণা দিলেন সময়ের সেরা এই গোলরক্ষক। বুফনের সঙ্গে ফুটবলকে আরও বিদায় জানিয়েছেন ড্যানিয়েল ডি রসি, জর্জিও কিয়েলিনি ও আন্দ্রেয়া বারজাগলি।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর বুফন বলেন, ‘যারা ফুটবল খেলে তারা বলতে পারবে ম্যাচটি আমাদের জন্য কতটা কঠিন ছিল। আমরা আমদের সেরাটা দিতে পারিনি। এটি হতাশাজনক। কেননা, আমরা এমন একটা জায়গায় ব্যর্থ হয়েছি সত্যিকারার্থেই যেটি দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। তবে বিদায়বেলায় আমার অন্য কোনো আক্ষেপ নেই। কেননা, সময় বয়ে চলে এবং (বিদায় বলার) এটাই সেরা সময়।’

ইতালির হয়ে১১৭ ম্যাচ খেলে ২১ গোল করা ডি রসি বিদায় কালে দিনটিকে ‘কালো দিন’ বলে আক্ষায়িত করে বলেন, ‘ফুটবলের জন্য কালো একটি দিন।’

এদিকে আগামী প্রজন্মের দিকে তাকিয়ে আছেন বিদায় বলে দেওয়া কিয়েলিনি। ৩৩ বছর বয়সী এই তারকা বিদায়কালে আগামী প্রজন্মের ওপর ভরসার কথা উল্লেখ করে বিদায়ের ঘোষণায় দেন। সেখানে তিনি বলেন, ‘আগামী প্রজন্মের ওপর ভরাসা রাখতে হবে, ভালোবাসতে হবে। সামনে বহুদূর যেতে হবে। এভাবে ব্যর্থতার পর অনেক পরিশ্রমের প্রয়োজন।’

৩৬ বছর বয়সী আরেক তারকা বারজাগলি বলেন, ‘ফুটবলের অর্থে আমার জীবনের সবচেয়ে বড় লজ্জাজনক ঘটনা এটাই। আমাদের জন্য এটা লজ্জার ঘটনা যে এভাবে শেষটা হয়েছে।’

সুইডেনের কাছে ঘরের মাঠে গোলশূন্য ড্র করে বিদায় নিশ্চিত হয়েছে ইতালির। এর আগে প্লে অফের প্রথম লেগে সুইডেন জিতে নিয়েছিল ১-০ গোলে।