বর্তমান সময়ে টি-টুয়েন্টিতে এক নাম্বার ব্যাটসম্যান ফখর জামান। এবার ওয়ানডে ত্রিকেটেও দেখালো রেকর্ডের ফুলঝুড়ি। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ইমাম উল হককে সাথে নিয়ে ৩০৪ রানের রেকর্ড পার্টনারশিপ গড়েন। সেই সাথে করেছেন পাকিস্তানের হয়ে ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরির রেকর্ড। শুধু তাই নয় পাকিস্তানের কিংকবদন্তি ক্রিকেটার সাইদ আনোয়ারের ১৯৯৭ সালে গড়া রেকর্ডটিও ভেঙে দিয়েছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে  টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইমাম উল হককে সঙ্গে ওপেনিয়ে ৩০৪ রানের জুটিতে বিশ্ব রেকর্ড গড়ার সাথে ব্যক্তিগতভাবে ২১০ রানের ইনিংস খেলেন ফখর জামান।

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডবল সেঞ্চুরি রেকর্ড গড়েন এই ওপেনার। এর আগে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১৯৪ রানের ইনিংস খেলেন পাকিস্তানের কিংবদন্তিক্রিকেটার সাইদ আনোয়ার। ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে চেন্নাইয়ে ১৪৬ বলে ১৯৪ রানের ইনিংস খেলেছিলেন। ২০বছর পর সাইদ আনোয়ারের সেই রেকর্ড ভেঙে দিলেন ২৮ বছর বয়সী ফখর জামান।

এদিন ইনিংসের শুরু থেকে শেষ বল পর্যন্ত খেলে পাকিস্তানের হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডবল সেঞ্চুরি করেন ফখর জামান। তার ১৫৬ বলে ২৪ চার ও ৫ ছক্কায় গড়া ২১০ রানের ইনিংসে ভর করে ১ উইকেটে ৩৯৯ রানের পাহাড় গড়ে পাকিস্তান।