
পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হলেন ফখর জামান। বুলাওয়েতে জিম্বাবুয়ে বিপক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারকে পিছনে ফেলেছেন তিনি।
শচীন টেন্ডলকার ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন। ডাবল সেঞ্চুরির রকের্ডটি টেন্ডুলকারই করেন প্রথম। তিনি সেই ম্যাচে ২০০ রান করেন। জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১০ রান করে য়েন্ডুলকারকে পিছনে ফেলেন ফকর জামান।
এর আগে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরির রেকর্ড রয়েছে ৭টি। এর মধ্যে তিনটিই রোহিত শর্মার দখলে। একটি করে ডাবল সেঞ্চুরি করে টেন্ডুলকার, বীরেন্দ্রর শেবাগ, ক্রিস গেইল আর মার্টিন গাপটিল।
ইতিহাসের অষ্টম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করে ক্লাবে জায়গা করে নিলেন ফাখর জামান।
