
এবার নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।এই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার জ্যাসন সাঙ্গা। স্যার ডন ব্রাডম্যানের দেশের যুবদলের ক্রিকেটের নেতৃত্বে থাকবে ভারত।
অস্ট্রেলিয়ার যুবদলের অধিনায়ক করা হয়েছে জ্যাসনকে। তাকে বেছে নেয়ার পেছনে অনেক কারণও আছে।
জ্যাসন মাসখানেক আগে অ্যাশেজ সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় সফররত ইংল্যান্ড দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে। সেই ম্যাচে ২২৬ বল খেলে ১১৩ রান সংগ্রহ করে, ক্রিকেটবিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে শচীন টেন্ডুলকারের পর জ্যাসনই সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি হাঁকান।
শুধু এটাই নয়! মাত্র ১৬ বসর বয়সে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নেন ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার। কিন্তু গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া অংশ না নেয়ায় জ্যাসনের খেলা হয়নি।
জ্যাসনের বাবা কুলদীপ সাঙ্গার বাড়ি ভারতের পাঞ্জাব প্রদেশের নওয়ান শহরের লোধিপুর গ্রামে। তবে মা সিলভিয়ার জন্মস্থান অস্ট্রেলিয়ায়। বাবা-মার উৎসাহে স্থানীয় ওয়ালসেন্ড ক্রিকেট ক্লাবে হাতেখড়ি জ্যাসনের। স্বপ্ন দেখেন জাতীয় দলের।
