তারকার ক্রিকেটারের কমতি নেই মাশরাফির রংপুর শিবিরেও। তবে সমস্যা হলো তাদের ধারাবাহিকতা নিয়ে। গেইল-ম্যাককালাম কিংবা চার্লসের মতো বিগ হিটাররা ক্রিজে মাথা তুলে দারাতে পারলে একাই খেলা ঘুরিয়ে দিতে পারেন।

শুরুর দিকে তাদের ফর্ম আর ছন্দ নিয়ে শঙ্কায় ছিল রংপুর শিবির। কিন্তু শেষ দুই ম্যাচে দলের টপ অর্ডারদের দপ করে জ্বলে উঠায় শিরোপার স্বপ্নে বিভোর রংপুর।

আজকের ফাইনালেও তাদের সেরাটার প্রত্যাশায় রয়েছে রংপুরের সমর্থকরা।  মাশরাফি নামক পরশ পাথরের ছোঁয়ায় চ্যাম্পিয়নস হতে পারে কিনা সেটাই দেখার বিষয়।