এবারের বিপিএলে ৭ দল থেকে এখন শিরোপার দৌড়ে এগিয়ে তিন দল। ঢাকা ডাইনামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রায়ডার্স। লড়াইটা হবে মাশরাফি, সাকিব এবং তামিমের মধ্যে। ইতি মধ্যেই ফাইনালে চলে গেছে ঢাকা।

অার তার পিছনে সবচেয়ে বেশী অবদান অধিনায়ক সাকিব অাল হাসানের। ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা এই অলরাউন্ডার বিপিএলে তৃতীয় বারের মত ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হতে চলেছে। ব্যাটে বলে দুই বিভাগেই চমৎকার খেলা সাকিব বল হাতে নিয়েছে ২১ উইকেট।  অার ব্যাট হাতে করেছেন ১৮৫ রান।

অার তাই মাশরাফি, মাহমুদউল্লাহদের থেকে অনেক টাই এগিয়ে তিনি। এর অাগে ২০১২ এবং ২০১৩ সালে টানা ২ বার টুর্নামেন্ট সেরা হয়েছিলেন তিনি।

উল্লেখ্য   ২০১২ তে ১১ ম্যাচে ২৮০ রান এবং বল হাতে ১৫ উইকেট নিয়ে টুনামেন্ট সেরা হয় সাকিব। এ ছাড়া দ্বিতীয় অাসরে ১১ ম্যাচে ব্যাট হাতে ৩২৯ রান এবং বল হাতে ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হন তিনি।