এবারের বিপিএল আসর জমেছে অন্য সকল আসরের চেয়ে ভালো এমনটাই মনে করছে ক্রিকেট বিশ্লেষকরা। এবার দেখে নিন মাহমুদুল্লাহ, সাকিব ও মাশরাফির এবারের বিপিএল স্কোর :

সাকিব আল হাসান : ১২ ম্যাচে ৬.৩৩ গড়ে উইকেট নিয়েছেন ২১ টি, সেরা ইনিংস হলো ৫ উইকেটে ১৬ রান এবং ১২ ম্যাচে মোট রান করেছেন ১৮৫

মাশরাফি বিন মর্তুজা : ১৩ ম্যাচে ৬.৭৮ গড়ে উইকেট নিয়েছেন ১৪ টি, সেরা ইনিংস হলো ৩ উইকেটে ২৪ রান এবং ১৩ ম্যাচে মোট রান করেছেন ১৩১

মাহমুদুল্লাহ রিয়াদ : ১৩০ স্টাইকরেটে ১২ ম্যাচে রান করেছে ৩১২ সেরা ইনিংস খেলেছেন ৫৯ রানের, বলিংএ নিয়েছেন ৬ উইকেট।