
রাশিয়া বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষনা করেছে ব্রাজিল। প্রত্যাশিত ভাবে সব তারকা খেলোয়ারি ডাক পেয়েছেন এই স্কোয়াডে। তবে হতাশ হতে পারেন আলেক্স সান্দ্রো, ফ্যাবিনহোরা। ভালো পারফর্ম করেও দলে জায়গা করতে পারেনি। আর এই স্কোয়াড নিয়ে প্রথম ম্যাচ আগামী তিন জুন।
তিন জুন বিশ্বকাপের আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। লিভারপুলের মাঠ আনফিল্ডে অনুষ্ঠিত সেই ম্যাচে ব্রাজিলের অধিনায়কের দায়িত্ব পালন করবে গ্যাব্রিয়েল জেসুস।
এই ম্যাচে ব্রাজিলের কিছু তারকা থাকতে পারেন বিশ্রামে। এরা হলে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা দুই তারকা মার্সেলো, ক্যাসমিরো। তারা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ম্যাচ খেলে যোগ দিবেন ব্রাজিলের সাথে। নেইমার এই ম্যাচে খেলার জন্য ছাড়পত্র পেয়েছেন। তিনি হয়তো খেললেও ম্যাচের দ্বিতীয়ার্ধে কিছু সময়ের জন্য নামতে পারেন।
