অাবারো শুরু হচ্ছে যুবাদের বিশ্বকাপ। নিউ জিল্যান্ডে অাগামী ১৩ নভেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেট। ২০১৬ সালে শেষ অনূর্ধ্ব ১৯ বিশ্ব কাপ হয়েছিলো বাংলাদেশে।

সে বছর তৃতীয় হয়েছিলো বাংলাদেশ। এবার ও বাংলাদেশের সেই লক্ষ।  ২০১৮ বিশ্ব কাপে বাংলাদেশে গ্রুপ খেলবে নামিবিয়া, কানাডা এবং ইংল্যান্ড। এর অাগে পাকিস্তান এবং অাফগাসিস্থানের সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। অাসুন দেখে নেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের সময় সূচি

প্রস্তুতি ম্যাচ

জানু ৮, রাত ৩:৩০ মিনিট, বাংলাদেশ বনাম অাফগানিস্থান

জানু ১০, রাত ৩:৩০ মিনিট, বাংলাদেশ পাকিস্তান মূল পর্ব

জানু ১৩, রাত ৩:৩০ মিনিট, বাংলাদেশ বনাম নামিবিয়া

জানু ১৫, রাত ৩:৩০ মিনিট, বাংলাদেশ বনাম কানাডা

জানু ১৮, রাত ৩:৩০ মিনিট, বাংলাদেশ বনাম ইংল্যান্ড

অবশ্য তখন ম্যাচ রয়েছে বাংলাদেশ জাতীয় দলের। এ সময়ে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ের সাথে ঘরের মাঠে ওয়ানডে ত্রিদেশী সিরিজ খেলবে বাংলাদেশ।