আফগানিস্তানে প্রথম বারের মত হতে যাচ্ছে আফগানিস্তান প্রিমিয়ারলীগ (এপিএল)। এই আসরে খেলবে ৫টি দল। তার ভিতর একটি দল হলো কাবুল। এই দলের আইকন প্লেয়ার হিসেবে থাকছে রশিদ খান।

কাবুল দলের সকল প্লেয়ারদের তালিকাঃ

  1. রশিদ খান,
  2. লুক রঞ্চি,
  3. হজরত জাজাই,
  4. কলিন ইনগ্রাম,
  5. ফরিদ মালিক,
  6. জাভেদ আহমাদি,
  7. সোহেল তানভির,
  8. লরি ইভান্স,
  9. ওয়েইন পারনেল,
  10. শহিদুল্লাহ,
  11. মুসলিম মুসা,
  12. আফসার খান জাজি,
  13. মুহাম্মদ আশান আলি খান,
  14. জাহির শিরজাদ,
  15. ফিতরাত খাওয়ারি,
  16. উসমান আদিল,
  17. শওকত জামান,
  18. নাসির তোতাখিল,
  19. জামির খান।